বিদ্যালয় প্রাঙ্গণে রেস্টুরেন্ট খুললেন প্রধান শিক্ষক
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২০, ১৩:১৯
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। তার বিরুদ্ধে উন্নয়নের নামে অতিরিক্ত ফি আদায় ও নিয়োগ বাণিজ্যের অভিযোগও রয়েছে। ১৯০৭ সালে শহরের প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত হয় পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়। অসংখ্য গুণী ব্যক্তি এ বিদ্যালয় থেকে পড়াশোনা করে সমাজের বিভিন্ন স্তরে কৃতিত্বের অবদান রেখে চলছেন। ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ে ২০১০ সালে প্রধানশিক্ষক হিসেবে দায়িত্ব নেন মফিজুল হক। দায়িত্ব নেয়ার পরপরই বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের নামে কোটি টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এবার তার বিরুদ্ধে রেস্টুরেন্টের নামে বিদ্যালয় প্রাঙ্গন ভাড়া দিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। তবে প্রধান শিক্ষক মফিজুল হক বলেন, স্কুল প্রাঙ্গনে আর যেন ছাতা বসানো না হয় তা রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে। তার বিরুদ্ধে সরকারি বই বিক্রি, মূল সড়ক সংলগ্ন বিদ্যালয়ের মার্কেট ও নতুন দ্বিতল ভবন নির্মাণে অর্থ নয়ছয় করাসহ একাধিক অনিয়মেরও অভিযোগ আছে। এ নিয়ে কয়েক বছর আগে পত্র-পত্রিকায় বিস্তর লেখালেখিও হয়।