বাংলাদেশের সমাজ এখন চরম অবক্ষয়ের পঙ্কিলতায় নিমজ্জিত। হেন সামাজিক অপরাধ নেই যা বাংলাদেশে হয় না। ধর্ষণ, নারী নির্যাতন, খুন, রাহাজানি, ঘুষ-দুর্নীতি, মিথ্যাচার, মাদক ব্যবসা ও মাদকাসক্তি, বিবাহবিচ্ছেদ বৃদ্ধি, দুর্বিনীত আচরণ, ধন-সম্পদের নোংরা প্রদর্শনী, পরীক্ষায় নকল করা, পেশাজীবীদের দায়িত্বে অবহেলা, কর্মক্ষেত্রের শৃঙ্খলা মেনে না চলা, রাষ্ট্রের প্রাপ্য পরিশোধে অবহেলা, দেশ দরিদ্র হওয়া সত্ত্বেও সম্পদের অপচয়, কাজ সম্পন্ন না করে ঠিকাদারদের বিলের অর্থ নিয়ে নেয়া এবং দায়িত্বপ্রাপ্ত কর্তৃক এ অর্থ পরিশোধ, পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব পালন না করা।