সিএএ, এনআরসির বিরুদ্ধে অভিনব প্রচার ‘জবাব নেহি দেঙ্গে’
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২০, ১১:২৪
ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ), জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) ও জাতীয় জনসংখ্যা নিবন্ধন (এনপিআর) বিরোধী আন্দোলন নিয়ে অভিনব প্রচারে নেমেছে বামপন্থী দল সিপিএম। ‘জবাব নেহি দেঙ্গে’ বা ‘জবাব দেব না’ স্লোগান নিয়ে তারা বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালানোর সিদ্ধান্ত নিয়েছে। গতকাল রোববার কেরালার রাজধানী তিরুবনন্তপুরমে ইএমএস সেন্টারে সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।