উপাচার্যদের বিরুদ্ধে এত এত অভিযোগ

প্রথম আলো প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২০, ০৮:০০

আট উপাচার্যের বিরুদ্ধে তদন্ত করছে ইউজিসি। আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের বিষয়ে অভিযোগ রয়েছে। রাজনৈতিক পরিচয়ে উপাচার্য হওয়া শিক্ষকেরা বেশির ভাগ ক্ষেত্রেই শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসিকে গুরুত্ব দেন না। স্বায়ত্তশাসিত ও সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের অনেকের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ উঠেছে। এই মুহূর্তে বর্তমান ও সাবেক আটজন উপাচার্যের বিরুদ্ধে তদন্ত করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আরও অন্তত সাতটি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের অনিয়ম হচ্ছে অভিযোগ রয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষকের পর্যবেক্ষণ হচ্ছে, সাধারণত উপাচার্যদের বিরুদ্ধে দুর্নীতি, নিয়োগে অনিয়মসহ নানা অভিযোগ উঠলেও ব্যতিক্রম ছাড়া ব্যবস্থা নেওয়া হয় না। শিক্ষার্থীদের আন্দোলন বড় হলে বড়জোর কোনো কোনো উপাচার্যকে সরিয়ে দেওয়া বা পদত্যাগের সুযোগ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় অনিয়ম ও দুর্নীতি বন্ধ হচ্ছে না। রাজনৈতিক পরিচয়ে উপাচার্য হওয়া শিক্ষকেরা বেশির ভাগ ক্ষেত্রেই শিক্ষা মন্ত্রণালয়কে গুরুত্বও দেন না। এমন অবস্থায় ‘ক্ষমতাবান’ এসব উপাচার্যদের বিরুদ্ধে ক্ষমতাহীন ইউজিসিও কার্যকর ব্যবস্থা নিতে পারে না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

আন্দোলনের মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগ

প্রথম আলো | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)
৮ মাস, ১ সপ্তাহ আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us