তাপসকে ছাড় দিল না জাতীয় পার্টি

সময় টিভি প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২০, ২১:৩৩

সিটি নির্বাচনে দক্ষিণে আওয়ামী লীগ প্রার্থী তাপসকে ছাড় দিল না জাতীয় পার্টি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে এক ঘরোয়া বৈঠকের পর সিদ্ধান্ত আসে ভোটে থাকছেন সাইফুদ্দিন মিলন। এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ৭ জন, ৭৫টি সাধারণ কাউন্সিলর পদে ৩৩৫ জন ও ২৫টি সংরক্ষিত কাউন্সিলর পদে ৮২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চূড়ান্ত হয়েছেন।  মনোনয়ন প্রত্যাহারের নির্দিষ্ট সময় পর এ তথ্য জানান দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা। কাউন্সিলর পদে ১৪৫ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিলেও মেয়র পদে জাতীয় পার্টিসহ কেউই সরে দাঁড়ান নি। দলের সিদ্ধান্ত মেনে নিয়ে মনোনয়ন প্রত্যাহার করে কাউন্সিলর প্রার্থীরা দলীয় প্রার্থীর হয়ে কাজ করবেন বলে জানান। ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন সকাল থেকেই সহকারী রিটার্নিং কর্মকর্তাদের রুমে ভিড় করেন মনোনয়ন প্রত্যাহার করতে আসা প্রার্থীরা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us