বঙ্গবন্ধু বিপিএলের প্লেয়ার ড্রাফটে দলই পাননি মেহেদী হাসান রানা। অবিক্রীত রানা অনুশীলন করে গেছেন রংপুরের নেটে। রংপুর তাঁকে দলে নেবে বলে আশা দিয়েছিল। কিন্তু রংপুরও কিছু জানায়নি। শেষ মুহূর্তে ইমরুল-মাহমুদউল্লাহদের অনুরোধে রানাকে দলে ভেড়ায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। শুরুতে দল না পাওয়া সেই রানাই হয়ে ওঠেন চ্যালেঞ্জার্সদের ‘ট্রাম্পকার্ড’। সুযোগ পাওয়ার পর প্রতিটি ম্যাচে চমক দেখিয়ে যাচ্ছেন চাঁদপুরের এই প্রতিভাবান ক্রিকেটার। ছাড়িয়ে যাচ্ছেন দেশ-বিদেশের তারকা বোলারদেরও। উইকেট শিকারিদের তালিকার শীর্ষস্থান নিয়ে তাঁর লড়াই আরেক পেসার মুস্তাফিজের সঙ্গে। সব মিলিয়ে দারুণ কাটছে রানার বিপিএল। বিপিএল চলাকালে এনটিভি অ