বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে দুই দেশের বোর্ডের মাঝ কথার লড়াই চলছেই। এদিকে সফরের সময় ঘনিয়ে আসলেও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি পিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তো আগেই জানিয়ে দিয়েছে, তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পাকিস্তানে যাওয়া যেতে পারে, কিন্তু কোনোভাবেই টেস্ট সিরিজ নয়। এর কারণ হিসেবে বিসিবি জানিয়েছে, ক্রিকেটার এবং তাদের পরিবারবর্গ দীর্ঘ সময়ের জন্য পাকিস্তানে থাকতে রাজি নয়। এই জায়গাটিতেই এবার খোঁচা দিয়েছে পিসবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে পিসিবি জানতে চেয়েছে যে, বাংলাদেশের খেলোয়াড়েরা পাকিস্তানে লম্বা সময়ের জন্য থাকতে চান না; তাহলে ৪২ দিন দেশটির বিভিন্ন শহরে হতে যাওয়া পিএসএল খেলতে কীভাবে আগ্রহী হয়!