হিমালয়ের ৫ সহস্রাধিক হ্রদ প্লাবিত হতে পারে যে কোনো সময়। হিমালয়ের বরফ গলে যে অতিরিক্ত পানি হবে, তাতেই ভেসে যেতে পারে হিমালয়ের কোলে ঘুমন্ত জনপদ এবং হিমালয়ের বুক চিরে বেরিয়ে আসা নদীগুলো।