হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি এই মগের মুল্লুকের স্বপ্ন দেখেছিলেন?যে মুল্লুকে বাণিজ্যমন্ত্রীদের কোনো লাজ শরম থাকবে না। পেঁয়াজের মূল্য তাঁর বাণীর কারণে পরদিনই দ্বিগুন হয়ে যাবে? পেঁয়াজের মূল্য খুব সহজে এক শ’ টাকার নিচে নামবে না-বলার পরেই ব্যবসায়ীরা সুযোগ পেয়ে যায় দাম বাড়ানোর।