নাগরিকত্ব সংশোধনী আইন সংখ্যালঘুদের বিরুদ্ধে নয় এবং এ থেকে সরে আসার কোনো প্রশ্নই আসে না বলে মন্তব্য করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট (সিএএ) বা নাগরিকত্ব সংশোধনী আইনটির বিরুদ্ধে ক্রমাগত বিক্ষোভের মুখে গতকাল আইনটি নিয়ে এমন মন্তব্য করেছেন তিনি। আইনটি ‘মুসলিমবিরোধী’ বলে মনে করছেন বিক্ষোভকারীরা। খবর এনডিটিভি।