মানুষ এখন নিজেই নিজের জন্য সবচেয়ে বড় ভীতির কারণ। মানুষে মানুষে সন্দেহ ও অবিশ্বাস এতটাই বাড়ছে যে তা দেশ থেকে দেশান্তর, জাতি থেকে জনগণ, এমনকি ঘরে ঘরে, মাথায় মাথায় ছড়িয়ে পড়েছে। উদ্ভাবন একদিকে যেমন দূরত্ব কমিয়ে আনছে পরিবহন ও যোগাযোগব্যবস্থার গতি বাড়িয়ে, তেমনি মানুষের মাঝে দূরত্বও বাড়াচ্ছে। লিখেছেন আইরিন খান