গ্রামের দুরন্ত ছেলেমেয়েরা শ্বেতদ্রোণ দেখেছে অথচ ফুল ছিঁড়ে এর মধু খায়নি এমন খুঁজে পাওয়া কঠিন। রাস্তার ধারে, পতিত জমিতে বা ফসলের ক্ষেতে আগাছা হিসাবে জন্মালেও শ্বেতদ্রোণ নিছক আগাছা নয়।