নাগরিকত্ব আইন দেশের কোনো নাগরিকের ওপর কোনো প্রভাব ফেলবে না বলে জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভের মাঝে আজ সোমবার এক টুইট বার্তায় এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, স্বার্থান্বেষী দলকে আমাদের মধ্যে বিভাজন করতে দেবেন না। সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে পশ্চিমবঙ্গ থেকে উত্তরপ্রদেশ, হায়দরাবাদ, মহারাষ্ট্রসহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে। তারই পরিপ্রেক্ষিতে সোমবার টুইট করে দেশবাসীকে আশ্বস্ত করার চেষ্টা করেন মোদি। টুইট বার্তায় তিনি লিখেন, নাগরিকত্ব আইন বিপুল সমর্থন পেয়ে সংসদের দুই কক্ষেই পাস হয়েছে। অধিকাংশ সাংসদ…