মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া থেমে নেই

প্রথম আলো প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৯, ১০:৫৯

মানবতাবিরোধী অপরাধের তদন্ত, আইনি প্রক্রিয়া ও বিচার কার্যক্রম থেমে নেই। মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন ৩২টি মামলা বিচারাধীন রয়েছে। মূলত স্থানীয় পর্যায়ে স্বল্পপরিচিত আসামিদের মামলার কার্যক্রম এখন চলছে। শহীদ পরিবার ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার ব্যক্তিরা বলছেন, শীর্ষস্থানীয় অপরাধীদের সাজা কার্যকরের পর অন্য মামলার গতি কিছুটা কমেছে। বিচারের গতি বাড়াতে আরেকটি ট্রাইব্যুনাল সচল করা দরকার। স্বাধীনতার ৩৯ বছর পর ২০১০ সালের ২৫ মার্চ যাত্রা শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। বিচারকাজ গতিশীল করতে ২০১২ সালের ২২ মার্চ গঠিত হয় ট্রাইব্যুনাল-২। ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর দুই ট্রাইব্যুনালকে একীভূত করে একটি ট্রাইব্যুনাল করা হয়। এখন একটি ট্রাইব্যুনালে বিচারকাজ চলছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী রানা দাশগুপ্ত প্রথম আলোকে বলেন, এখন যাঁদের বিচার চলছে, সে সময় তাঁরা তৃণমূলে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। সে কারণে এ বিচার নিয়ে স্থানীয় জনগণের আগ্রহ আছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us