এ বছর এক ঝাঁক তারকা বলিউড বক্স অফিস মাতিয়ে রাখলেও বড় পর্দায় তেমন একটা সুবিধা করতে পারেন নি শাহরুখ খান, দীপিকা পাডুকোন, রণবীর কাপুরের মতো তারকারা। ২০১৯ সালে বড় পর্দায় অনেকটাই নিষ্ক্রিয় থেকেছেন তারা। ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। জেনে নেওয়া যাক তাদের নিষ্ক্রিয় থাকার কারণ: শাহরুখ খান: ২০১৮ সালের বড়দিনে মুক্তি পেয়েছিল শাহরুখ খানের সর্বশেষ 'জিরো'। আনন্দ এল রাই পরিচালিত এই ছবিতে নাম ভূমিকায় শাহরুখ থাকলেও, বক্স অফিসে এই ছবি মুখ থুবড়ে পড়েছিল। আর তার পর থেকেই বড় পর্দায় দূরে থেকেছেন কিং খান। তবে শোনা যাচ্ছে, পরবর্তী ছবির জন্যে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন তিনি।দীপিকা পাডুকোন:২০১৮ সালে 'পদ্মাবত' মুক্তির পরই রণবীর সিং-এর সঙ্গে গাঁটছড়া বাঁধেন দীপিকা পাডুকোন। এরপর সিলভার স্ক্রিন থেকে তিনি দূরে। না কোনও ব্রেক নেননি তিনি, বরং নিজেকে তৈরি করছিলেন 'ছপাক'-এর মালতী চরিত্রের জন্যে।