অনশনের চতুর্থ দিনে বাড়ছে অসুস্থের সংখ্যা

এনটিভি প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৯, ১৬:৪৫

মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া মজুরি পরিশোধ, পাট খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দসহ ১১ দফা বাস্তবায়নের দাবিতে খুলনা-যশোর অঞ্চলের নয়টি রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকদের আমরণ অনশন কর্মসূচি আজ শুক্রবার চতুর্থ দিনেও চলছে। পাটকল সিবিএ-ননসিবিএ সংগ্রাম পরিষদের আহ্বানে গত মঙ্গলবার থেকে এই অনশন পালন করছেন শ্রমিকরা। এ কর্মসূচিতে অংশ নেওয়া আবদুস সাত্তার নামের এক শ্রমিক অসুস্থ হয়ে গতকাল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এখনো শতাধিক শ্রমিক অসুস্থ রয়েছেন বলে সংগ্রাম পরিষদের আহ্বায়ক আবদুল হামিদ সরদার জানিয়েছেন। আজ শুক্রবার অনশনস্থল পরিদর্শনকালে অনেক শ্রমিককে স্যালাইন দেওয়া অবস্থা দেখা যায়। শীতের কারণে প্রতিদিন বেড়েই চলেছে অসুস্থ শ্রমিকের সংখ্যা। এদিকে প্লাটিনাম জুটমিলের মৃত শ্রমিক আবদুস সাত্তারের জানাজা  আজ সকাল ১০টায় মিলগেটের সামনে অনুষ্ঠিত হয়েছে। পরে তাঁর মরদেহ গ্রামের বাড়ি পটুয়াখালীতে পাঠানো হয়। সেখানেই তাঁর দাফন হবে। শ্রমিক নেতারা জানিয়েছেন, এবার তাঁরা মজুরি কমিশন বাস্তবায়ন ছাড়া ঘরে ফিরবেন না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us