দেশের ব্যবসা-বাণিজ্যে এত দিন যে সুসময় ছিল, তা হঠাৎ করে যেন অনেকটা উধাও হয়ে গেছে। অভ্যন্তরীণ বাজারভিত্তিক বিভিন্ন খাত ও বড় করপোরেট প্রতিষ্ঠান বলছে, তারা পণ্য বিক্রিতে ভাটার টান দেখছে, যা সাম্প্রতিক কালে নজিরবিহীন। সব মিলিয়ে অভ্যন্তরীণ বাজারে কোনো কোনো খাতে পণ্য বিক্রি কমে গেছে। কোনো খাতে বিক্রিতে প্রবৃদ্ধি থাকলেও হার কমেছে। রপ্তানি আয়ে কমতির ধারা সরকারি হিসাবেই দৃশ্যমান।