১০ বছর পর পাকিস্তান দলে ফাওয়াদ

মানবজমিন প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৯, ০০:০০

২০০৯-এ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেক হয় ফাওয়াদ আলমের। কলম্বোতে দ্বিতীয় ইনিংসেই খেলেন ১৬৮ রানের ইনিংস। পরের চার ইনিংসে কোনো ফিফটি না পাওয়ায় বাদ পড়েন পাকিস্তান টেস্ট দল থেকে। দীর্ঘ এক দশক পর সেই শ্রীলঙ্কার বিপক্ষেই সাদা পোশাকে ফিরলেন ফাওয়াদ। ঘরের মাঠে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। যাতে জায়গা মিলেছে ৩৪ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান ফাওয়াদ আলমের। সবশেষ ২০০৯’র নভেম্বরে ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেছিলেন তিনি। ফাওয়াদ আলম পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক। ১৬৫ ম্যাচে ৫৬.৮৪ গড়ে ১২২২২ রান করেছেন তিনি। ১১ই ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে লঙ্কানদের মুখোমুখি হবে পাকিস্তান। ১৯শে ডিসেম্বর করাচিতে শুরু হবে দ্বিতীয় টেস্ট। ২০০৯’র পর প্রথমবার ঘরের মাটিতে টেস্ট খেলছে পাকিস্তান। সেবারও তাদের প্রতিপক্ষ ছিল এই শ্রীলঙ্কা। ওই সিরিজেই লাহোর টেস্টে লঙ্কান ক্রিকেটারদের ওপর বন্দুক হামলা হয়। এরপর আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ হয়ে যায় পাকিস্তানে। সবশেষ অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে পরাজিত হয় পাকিস্তান। দুটি টেস্টেই ইনিংস ব্যবধানে হারে তারা। অধিনায়ক আজহার আলী শ্রীলঙ্কার বিপক্ষে ঘুরে দাঁড়াতে চান। তিনি বলেন, ‘আমরা গর্বিত ক্রিকেট জাতি। (অস্ট্রেলিয়ায় হোয়াইটওয়াশ হওয়ায়) আমাদের গর্বের জায়গায় আঘাত লেগেছে। আমাদের পরের সিরিজ শ্রীলঙ্কার বিপক্ষে। যেটা আমাদের জন্য ঐতিহাসিকও বটে। দলের সবাই প্রথমবারের মতো দেশের মাটিতে টেস্ট খেলবো। শ্রীলঙ্কা তাদের পূর্ণশক্তির দল নিয়ে আসছে। তাদের হারানোর জন্য আমাদের সেরা ক্রিকেটই খেলতে হবে। ঘুরে দাঁড়ানোর সর্বাত্মক চেষ্টাই করবো আমরা।’ পাকিস্তান টেস্ট দলআজহার আলী (অধিনায়ক), আবিদ আলী, আসাদ শফিক, বাবর আজম, ফাওয়াদ আলম, হারিস সোহেল, ইমাম উল হক, ইমরান খান, খাশিফ ভাট্টি, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ, ইয়াসির শাহ, উসামান শিনওয়ারি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us