পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা নামক স্থানের পাশে এই সভ্যতার ধ্বংসাবশেষ আছে মহেঞ্জোদারোর। মহেঞ্জোদারো একটি সিন্ধু ভাষার শব্দ। এর অর্থ হলো ‘মৃতদেহের স্তূপ’। ২০’শতকের শুরুতে এসব ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছিল। ৫,০০০ বছর পুরনো এই পুরনো শহরটি এখনো নগর পরিকল্পনার দারুণ উদাহরণ ।