বাঙালির বছর বারো মাসে—বৈশাখ থেকে চৈত্র। সরকারি বছর বারো মাসে—জুলাই থেকে জুন। আর ইংরেজি ক্যালেন্ডার বছরও বারো মাসে—জানুয়ারি থেকে ডিসেম্বর। কিন্তু কেউ কি জানেন, এ বাংলাদেশে এর চেয়ে ছোট-বড় বছর আছে। সেখানে বারো মাসে বছর হয় না। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতে কম-বেশি সময় লাগে। একই সময়ে পৃথিবী তা করে না বা পারে না। প্রশ্ন, এসব বছর কোথায়? আমি অন্তত দুটোর সন্ধান পেয়েছি। এর বাইরে আছে কিনা আমার জানা নেই। আমার জানামতে দুটো বছরের একটি কিশোরগঞ্জে মহামান্য রাষ্ট্রপতির জেলায়। আর অন্যটি সারা বাংলাদেশের ব্যাংকগুলোয়। কিশোরগঞ্জ জেলায় বছর হয় আট মাসে।