সিমেন্টের অত্যাবশ্যকীয় কাঁচামাল আমদানির ক্ষেত্রে ৫ শতাংশ হারে অগ্রিম আয়করকে চূড়ান্ত ন্যূনতম করদায় হিসেবে বিবেচনা বৈষম্যমূলক উল্লেখ করে এটি প্রত্যাহারের দাবি জানিয়েছেন এ খাতের উদ্যোক্তারা। গতকাল রাজধানীর একটি হোটেলে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ দাবি জানান সিমেন্ট খাতের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমএ) নেতারা।