যমুনা নদীতে অবৈধ ড্রেজার ধ্বংস

মানবজমিন প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৯, ০০:০০

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার আড়কান্দি এলাকায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে উপজেলা নির্বাহী অফিসার শাহ মোহাম্মদ শামসুজ্জোহার নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। শাহ মোহাম্মদ শামসুজ্জোহা জানান, দীর্ঘদিন ধরে খুকনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মুল্লুক চাঁদ মিয়ার নেতৃত্বে তার সহযোগীরা যমুনা নদী থেকে প্রভাব খাটিয়ে বালু উত্তোলন করে রূপসীসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিল। গতকাল অভিযান চালানোর সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে ড্রেজারে কর্মরত শ্রমিকরা পালিয়ে গেলেও ড্রেজারটি কেরোসিন ঢেলে পুড়িয়ে দেয়া হয়েছে। ইউএনও আরো বলেন, আমাদের উপজেলায় কোথাও অবৈধভাবে বালু উত্তোলন করতে দেয়া হবে না। যেখানেই খবর পাবো আমরা অভিযান চালিয়ে তা বন্ধ করবো।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us