ঘরের মাঠে জিতলেই নিশ্চিত ফ্রেঞ্চ লিগ আঁর শিরোপা। প্রতিপক্ষও আবার অবনমন অঞ্চলের দল লে হাভ্রে। সব মিলিয়ে পিএসজির জন্য মঞ্চটা প্রস্তুতই ছিল। প্যারিসে সমর্থকেরাও হয়তো শিরোপা উৎসবের প্রস্তুতি নিয়েই মাঠে গিয়েছিল। কিন্তু ম্যাচ জিতে শিরোপা উৎসব দূরে থাক, কোনোরকমে হার এড়িয়ে মাঠ ছেড়েছে পিএসজি। হাভ্রের সঙ্গে যোগ করা সময়ের গোলে ৩-৩ ব্যবধানে ড্র করেছে তারা।
এ ড্রয়ে ৩১ ম্যাচ শেষে পিএসজির পয়েন্ট এখন ৭০। ৩০ ম্যাচে দুইয়ে থাকা মোনাকোর পয়েন্ট ৫৮। এখনো কাগজে–কলমে শিরোপা জেতার সুযোগও আছে মোনাকোর। সে ক্ষেত্রে নিজেদের সব ম্যাচ জেতার পাশাপাশি পিএসজিকে সব ম্যাচ হারতে হবে। শুধু অবশ্য এটুকু করলেই হবে না। পরের চার ম্যাচ থেকে মোনাকোকে ঘুচাতে হবে পিএসজির সঙ্গে ২৯ গোলের ব্যবধানও।