নড়াইল আওয়ামী লীগের সম্মেলন ঘিরে নেতাকর্মীদের দৌড়ঝাঁপ

মানবজমিন প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৯, ০০:০০

আগামী ৩রা ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগ নড়াইল জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন। নড়াইল শহরের কড়িগ্রাম সুলতান মঞ্চ চত্বরে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য পীযুশ কান্তি ভট্টাচার্য। সম্মেলন সফল করতে ইতিমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সম্মেলনকে ঘিরে জেলার দলীয় নেতাকর্মীদের মধ্যে অন্য রকম উৎসাহ উদ্দীপনা কাজ করছে। কেন্দ্রীয় সম্মেলনের আগেই নড়াইল জেলা আওয়ামী লীগের সম্মেলন হতে যাচ্ছে। সে কারণে সভাপতি-সাধারণ সম্পাকের পদ পেতে তৎপর হয়ে উঠেছেন সম্ভাব্য প্রার্থীরা। দলীয় সমর্থকদের নিজের পক্ষে ভেড়াতে প্রার্থীদের সরব পদচারণায় মুখরিত হয়ে উঠেছে গোটা জেলা। সম্মেলনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের কদর বেড়ে গেছে। সেই সঙ্গে দলের সাধারণ নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে অন্যরকম উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করতে সভাপতি ও সম্পাদক প্রার্থীরা শহরের প্রতিটি সড়কে নির্মাণ করেছেন সুদর্শন তোরণ। টানিয়েছেন ব্যানার ফেস্টুন। দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে পোস্টার। দলীয় সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৫ই ফেব্রুয়ারি সুলতান মঞ্চেই নড়াইল জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এবারের সম্মেলনকে ঘিরে স্থানীয় আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী ক্ষোভের সঙ্গে জানান, নড়াইলের কিছু নেতা আছে, যাদের সারা বছর পাওয়া যায় না। দলীয় কর্মসূচিতে ডাকলেও আসেন না। কিন্তু সম্মেলনের কথা শুনলে, কমিটি করার কথা শুনলে তাদের মাথায় কাজ করে না। দলীয় পদ পেতে সব ধরনের তৎপরতা চালান। যে কোনো ছোট কাজ করতেও তাদের বিবেকে বাধে না। জনবিচ্ছিন্ন ওইসব নেতারা লবিং গ্রুপিংসহ জোর তৎপরতা চালাচ্ছেন পদ পেতে। একই সঙ্গে দলের ত্যাগী নেতাদের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত আছেন। এরা দলের জন্য জামায়াত-বিএনপি থেকেও ভয়ঙ্কর। এদিকে সম্মেলন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্মেলনে প্রধান বক্তা থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান। বিশেষ বক্তা থাকবেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ প্রমুখ। জেলা আওয়ামী লীগের বর্তমান  সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু বলেন, কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক জেলা আওয়ামী লীগের সম্মেলন সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

রংপুরের বিপক্ষে মাশরাফিদের মান বাঁচানো পুঁজি

ঢাকা পোষ্ট | শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
১০ মাস, ১ সপ্তাহ আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us