সাগর থেকে উদ্ধার ১৫২ জন দেশের পথে, সঙ্গে ৩ লাশ

মানবজমিন প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৯, ১১:৪৪

ভূমধ্যসাগরে উদ্ধার হওয়া ১৫২ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হচ্ছে। তাদের সঙ্গে আসছে আরও তিন বাংলাদেশির লাশ। ফেরত আসা এসব বাংলাদেশিরা লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাচ্ছিলেন। লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে। গতকাল বুধবার মিসরাতা বিমানবন্দর থেকে তাদের বহনকারী উড়োজাহাজটি রওনা করেছে। ওই বার্তায় জানানো হয়েছে- যুদ্ধকবলিত দেশটির বিভিন্ন আক্রমণের ঘটনায় আহত ১০ বাংলাদেশিসহ চলমান অস্থিরতার সুযোগে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে আটক ও উদ্ধার ১৫২ জন এখন দেশের পথে। সঙ্গে ৩টি লাশও রয়েছে। ত্রিপলিস্থ বাংলাদেশ দূতাবাসের সর্বাত্মক প্রচেষ্টা এবং লিবিয়া ও বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে, বিশেষত আইওএম এর সক্রিয় সহায়তায় একটি চার্টার্ড ফ্লাইটে মিসরাতা বিমানবন্দর থেকে গতকাল বুধবার তারা রওনা করেছেন।  ভূমধ্যসাগর থেকে উদ্ধারকৃত এবং ত্রিপলীতে ড্রোন হামলায় মারাত্মকভাবে আহত ১০ জন প্রবাসীসহ মোট ১৫২ জন বাংলাদেশী নাগরিক ঢাকাগামী ওই ফ্লাইটে রয়েছেন জানিয়ে দূতাবাসের ওই বার্তায় আরও বলা হয়- আইওএম এর কোন চার্টার্ড ফ্লাইটে প্রথমবারের মতো বাংলাদেশী ৩ নাগরিকের লাশ পাঠানো হয়েছে। উল্লেখ্য, স্বেচ্ছায় দেশে ফেরত  যেতে ইচ্ছুক বাংলাদেশীদের মধ্য  থেকে ইতিমধ্যে আইওএম এর সঙ্গে সাক্ষাৎকার এবং স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হওয়া প্রবাসীদেরকে অতিসত্ত্বর দেশে  ফেরত পাঠানোর প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us