প্রতিদিনের মতো এদিন কেবল জয়ের জন্যই নামেনি জুভেন্তাস। এর মধ্যে ছিল আরেকটা কারণও। সম্প্রতি ইতালিজুড়ে বিভিন্ন সহিংসতা বেড়ে গেছে। বিশেষ করে নারীরা সহিংসতার শিকার হচ্ছেন বেশি। যৌন নিপীড়ন থেকে শুরু করে প্রতিনিয়ত তাদের বিভিন্ন অসঙ্গতির মুখোমুখি হতে হচ্ছে। এ নিয়ে ইতালিতে কম সোচ্চার নয় আইনশৃঙ্খলা বাহিনী।তবু চোখ ফাঁকি দিয়ে ঘটছে নানা অঘটন। যার প্রভাব পড়ল ফুটবলেও। দেশটির ক্লাব ফুটবলের সবচেয়ে জমজমাট প্রতিযোগিতা সিরি'এ লিগে এ নিয়ে বেশ কয়েকবার কথাবার্তাও হয়েছে। ক্লাবের ফুটবলাররাও নিজেদের সামাজিক প্ল্যাটফর্মে এসব নিয়ে বার্তা দিয়েছেন। এবার দেখা গেল ব্যতিক্রমী প্রতিবাদও।শনিবার রাতে আটলান্টার ঘরের মাঠে অতিথি হয়ে যায় জুভেন্তাস। সে ম্যাচে জুভদের সব ফুটবলারের গালে দেখা গেল লাল দাগ। শুরুতে এমন দৃশ্য হৈচৈ ফেলে দেয়। পরে জানা গেল নারীদের প্রতি সহিংসতা বন্ধের দাবিতে এমন ভিন্নধর্মী প্রতিবাদকে বেছে নেয় ক্লাবটি।