দলদাসবৃত্তির অভিযোগে দক্ষিণ এশিয়ার প্রধান নির্বাচন কমিশনার/নির্বাচন কমিশনারদের কেউ কেউ ইতিহাসের আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছেন, ভবিষ্যতেও এই নিক্ষেপণ ধারা অব্যাহত থাকারই কথা। নিক্ষিপ্ত হওয়ার ধনুর্ভঙ্গ পণ নিয়ে যারা যোগ দেন, তাদের কারোরই ভারতের একদা প্রধান নির্বাচন কমিশনার টি এন সেশান প্রসঙ্গ এলে স্বিস্তবোধ করার কথা নয়। যে আমলাতন্ত্র অনেক ড়্গেত্রেই ‘পার্ট অব দ্য সলিউশন’ না হয়ে ‘পার্ট অব দ্য প্রবলেম’-এ পরিণত হয়, জনগণের ওপর জগদ্দল পাথরের মতো চেপে বসে; যে আমলাদের কষে গাল দিয়ে রাজনীতিবিদ দুটি বাড়তি পয়েন্ট অর্জন করেন, টি এন সেশান কিন্তু সেখান থেকেই উঠে এসেছেন।