খ্রিষ্টাব্দ ১৮৬৪, পথচলা শুরু। তারপর কিছু তারিখ সোনার অক্ষরে লেখা হয়ে আছে। শুরুতে মাঠটির নাম ছিল ‘অকল্যাণ্ড সার্কাস গার্ডেন্স’। বাইবেলের গার্ডেন অব ইডেন থেকে অনুপ্রাণিত হয়ে নাম রাখা হয়-‘ইডেন গার্ডেন্স’! ভারতের সবচেয়ে পুরনো এই ক্রিকেট ভেন্যুতে প্রথম টেস্ট ম্যাচ বসেছিল ১৯৩৪ সালে। প্রথম শ্রেণীর ক্রিকেট অনুষ্ঠিত হয়েছে আরো আগে, ১৯১৭-১৮ সালে। তারপর টেস্টের পথচলা শুরু ১৯৩৪ সালে। ভারত- ইংল্যান্ডের সেই লড়াইয়ের পর পরের টেস্ট ম্যাচের জন্য অপেক্ষা করতে হয়েছে প্রায় ১৫ বছর। ১৯৪৯ সালে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে লড়াইয়ের পর ব্যস্ত সময় কেটেছে ইডেনের। টেস্টের পাশাপাশি বিশ্বকাপ ম্যাচেও সমৃদ্ধ হয়েছে ইডেন।