সারা দেশে বিএনপি’র বিক্ষোভ পুলিশের বাধা

মানবজমিন প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৯, ০০:০০

পিয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএনপি। তবে বিভিন্ন জেলায় পুলিশের বাধায় বিএনপি’র কর্মসূচি পণ্ড হয়ে গেছে। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে:নারায়ণগঞ্জস্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে: পিয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি তাদের কর্মসূচি পালন করতে পারেনি। পুলিশের বাধায় নেতাকর্মীরা রাস্তায় দাঁড়াতেও পারেনি। ফলে পূর্ব নির্ধারিত কর্মসূচি পণ্ড হয়ে যায়। গতকাল বিকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের পেছনে কর্মসূচিতে অংশ নিতে আসা মহানগর বিএনপির নেতাকর্মীদের পুলিশ বাধা দেয়। কর্মসূচি পালনের লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতাকর্মীরা নারায়ণগঞ্জ প্রেসক্লাবের গলিতে জড়ো হতে থাকলে পুলিশ ছত্রভঙ্গ করে দেয়ার চেষ্টা করেন। এসময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়। এসময় আটক করা হয় মহানগর বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক শাহরিয়ার চৌধুরী ইমন (৪০) ও লাঞ্ছনার শিকার মহানগর মহিলা দলের সাবেক যুগ্ম সম্পাদক ডলি আহমেদ (৪০)। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেন, পিয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত শান্তিপূর্ণ কর্মসূচি পালনকালে পুলিশ আমাদের বাধা দিয়েছে। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু আল ইউছুফ খান টিপু, মহানগর স্বেচ্ছাসেবকদলের সভাপতি আবুল কাউছার আশা, জেলা ছাত্রদলের সভাপতি রনি প্রমুখ।  হবিগঞ্জ স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ থেকে: পিয়াজসহ দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপি’র প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১১টায় শায়েস্তানগরস্থ বিএনপি’র কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের সভাপতিত্বে ও জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপি’র সিনিয়য় যুগ্ম সাবেক পৌর মেয়র আলহাজ জি কে গউছ, সদর উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাজল, পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম নানু, যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, আজম উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল হক শরীফ, জেলা জাসাসের সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক এডভোকেট ফাতেমা ইয়াসমিন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহ রাজীব আহমেদ রিংগন প্রমুখ।  মৌলভীবাজারস্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে: মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১১টার দিকে কয়েকশ’ নেতাকর্মীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি শহরের শমসেরনগর সড়ক থেকে সেন্ট্রাল সড়কের ওয়েস্টার্ন প্লাজায় গিয়ে  শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপি’র সিনিয়র সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান। এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপি’র সহ-সভাপতি আলহাজ এমএ মুকিত, মোয়াজ্জেম হোসেন মাতুক, যুগ্ম সম্পাদক মো. হেলু মিয়া ও আবদুর রকিব সাবু, সাবেক ইউপি চেয়ারম্যান শামীম আহমেদ, সাংগঠনিক সম্পাদক বকসী মিছবাহ উর রহমান, আলহাজ মতিন বক্স, মুজিবুর রহমান মজনু, দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম, সহ-সম্পাদক মুহিতুর রহমান হেলাল, সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এমএ মোহিত, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জিএম মুক্তাদির রাজু, জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা এমএ হেকিম, সদস্য সচিব মাওলানা কাজী আবদুুর রহিম মজুমদার, জেলা তাঁতী দলের আহ্বায়ক আতাউর রহমান প্রমুখ। কেরানীগঞ্জ কেরানীগঞ্জ প্রতিনিধি: কেরানীগঞ্জে ঢাকা জেলা বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল  সোমবার সকাল সাড়ে ১০টায় জিনজিরাস্থ  কেরানীগঞ্জ দক্ষিণ উপজেলা শাখা বিএনপি’র প্রধান কার্যালয়ের সামনে থেকে এই বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি বের হয়ে  জিনজিরা বাজার, জিনজিরা তাওয়াপট্টি, আগানগর বারেক রোড হয়ে কালীগঞ্জ জোড়াব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে ঢাকা জেলা বিএনপি’র বিভিন্ন নেতৃবৃন্দসহ শত শত কর্মী অংশ নেন। বিক্ষোভ মিছিল শেষে পার্টি কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ বক্তব্য রাখেন- বিএনপির ভাইস চেয়ারম্যান  আলহাজ মো. শাজাহান মিয়া, বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য তমিজ উদ্দিন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি’র সভাপতি এডভোকেট নিপুণ রায় চৌধুরী, ঢাকা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, ঢাকা জেলা যুবদলের সভাপতি হাজী মো. মাসুম প্রমুখ।রাজশাহীস্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে: বর্তমান সরকার জনগণকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে ফেলেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পিয়াজের দাম কেজি প্রতি ৩০০ টাকা হয়েছে। এছাড়াও চালের দাম কেজি প্রতি ৮-১০ টাকা বেড়েছে। এর প্রভাবে সাধারণ জনগণের নাভিশ্বাস উঠে গেছে। রাজনীতি একটি কৌশল। বিএনপি এখনো কৌশল অবলম্বন করছে। এর মধ্য দিয়ে সবাই একত্রিত হচ্ছে। দেশের জনগণকে সঙ্গে নিয়ে এই অবৈধ সরকারের মসনদ ভেঙে চুরমার করে দেয়া হবে। চলতি মাসের ২৫ তারিখের পর বেগম খালেদা জিয়াকে মুক্তির কঠোর আন্দোলন শুরু হবে। সেই আন্দোলনের জন্য সকল নেতাকর্মীকে প্রস্তুত হওয়ার আহ্বান জানান। লালমনিরহাট লালমনিরহাট প্রতিনিধি: পুলিশি বাধার মুখে পিয়াজের দুর্বিষহ বিশ্বরেকর্ড মূল্যবৃদ্ধির প্রতিবাদে লালমনিরহাটে জেলা বিএনপি’র প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। লালমনিরহাট জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে উপস্থিত থেকে বক্তব জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, এডভোকেট নজরুল ইসলাম সরকার, আঞ্জুমানয়ারা শাপলা, আফজাল হোসেন, মোশারফ হোসেন রানা, মফিজুর রহমান বাবু জিএস বাবু, মহি উদ্দিন আহম্মেদ লেমন, নুরন নবী, মজনুসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ দলীয় কার্যালয়ের সামনে বাধা দেয়।ফরিদপুরফরিদপুর প্রতিনিধি: বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফরিদপুর বিএনপি।  সোমবার সকালে শহরের ডায়াবেটিক এর মোড় হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় ফরিদপুর জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি শহীদ পারভেজের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলসহ অনেকে। মেহেরপুর মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা বিএনপি’র উদ্যোগে বড়বাজার চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা বিএনপি’র সভাপতি মাসুদ অরুণ বলেন- লুটেরা, কালো টাকার মালিক, জুয়াড়িদের হাতে রাষ্ট্র শাসন থাকলে জনগণের অধিকার পূরণ হবে না। তিনি অবিলম্বে পিয়াজ, চালসহ দ্রব্যের মূল্য কমানোর দাবি জানান। ঝিনাইদহ ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকালে দলটির জেলা কার্যালয়ে এ সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। এ সময় ঝিনাইদহ জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এডভোকেট কামাল আজাদ পান্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপি’র আহ্বায়ক এডভোকেট এসএম মশিয়ুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান, সদস্য সচিব এডভোকেট এমএ মজিদ, বিএনপি নেতা একেএম ওয়াজেদ, আতিয়ার রহমান প্রমুখ। নাটোরনাটোর প্রতিনিধি: নাটোরে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের  নেতা-কর্মী ও সমর্থকরা। সেই সঙ্গে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিরও দাবি জানান। সোমবার সকালে দলের নেতা-কর্মী ও সমর্থকরা শহরের স্টেশন বাজার এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর নবাব সিরাজ-উদ্‌-দৌলা সরকারি কলেজের সামনে এসে শেষ হয়। এ সময় জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সাজ্জাদ হোসেন সোহাগ, ফয়সল আলম আবুল, ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম সহ দলের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। পটুয়াখালীপটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। গতকাল সকাল ১০টায় পটুয়াখালী কোর্ট চত্বরে জেলা বিএনপি’র বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক জেলা বারের সাবেক সভাপতি এডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম। আরো বক্তব্য রাখেন- জেলা বিএনপি’র নেতা সাবেক পিপি এডভোকেট মো. ইউনুচ মোল্লা, জেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট এটিএম মোজাম্মেল হোসেন তপন, প্রচার প্রকাশনা সম্পাদক শরীফ সালাউদ্দিন ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us