মিলিটারি, না সিভিল স্বেচ্ছাতন্ত্র কোনটি বেশি খারাপ?
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৯, ১৫:১৯
সম্প্রতি একটি লেখা পড়েছি একটি ব্রিটিশ জার্নালে। সিভিল ডিকটেটরশিপ কি মিলিটারি ডিকটেটরশিপের চেয়ে ভালো? কৌতূহলি হয়ে পড়েছি। আমরা বাঙালিরা তো দীর্ঘকাল পাকিস্তানি ও বাংলাদেশি মিলিটারি ডিকটেটরশিপের অধীনে বাস করেছি। বিএনপি-জামায়াতের আমলে সিভিল ডিকটেটরশিপের আস্বাদও লাভ করেছি। এখনো কিছুটা পাচ্ছি না তা নয়। তবে পুরোপুরি সিভিল ডিকটেটরশিপের শাসন আমরা দেখিনি। দেখতে হবে কি না জানি না।