রাজধানীর দক্ষিণ বনশ্রীর একটি বাসা থেকে মনসুর আলী (৩৩) নামের এক সাংবাদিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় পুলিশ তার লাশ উদ্ধার করে। তিনি ওই বাসায় ভাড়া থাকতেন।মনসুর আলীর বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জের কোটালপাড়ায়। তিনি অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের সহসম্পাদক হিসেবে কাজ করতেন।বাসায় থাকা তার বন্ধু মনোজিত মিত্র জানান, শুক্রবার বেলা আড়াইটার দিকে মনসুর অফিসে যান। এর পর তিনিও বাসা থেকে বের হয়ে যান। তবে ওইদিন রাতে আর বাসায় ফেরেননি। শনিবার সন্ধ্যায় মনোজিত বাসায় এসে দরজায় নক করেন। কিন্তু বাসার ভেতর থেকে কারও সাড়া শব্দ না পেয়ে বিষয়টি বাসার মালিক ও কেয়ারটেকারকে জানান।পরে বাসার মালিক জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানালে পুলিশ এসে দরজা ভেঙে বাসার ভেতরে প্রবেশ করে। পুলিশ মনসুরকে বিবস্ত্র অবস্থায় বিছানায় চিৎ হয়ে পড়ে থাকতে দেখে। এ সময় বিছানার পাশে বমি ও মল ছিল।খিলগাঁও থানার ওসি মশিউর রহমান জানান, মনসুরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হার্টঅ্যাটাকে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।