স্কুল মাঠ দখল করে যুবলীগ নেতার দোকান ঘর নির্মাণ

মানবজমিন প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৯, ০২:৪৮

নড়াইলের কালিয়ায় বিদ্যালয়ের জায়গায় জোর পূর্বক দোকান ঘর তুলে ভাড়া দেয়ার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় যুবলীগ নেতা নজরুল শেখ’র বিরূদ্ধে। জানা গেছে কালিয়া উপজেলার পিরোলী বাজারের পাশেই অবস্থিত ফাজেল আহম্মদ মাধ্যমিক বিদ্যালয়। এ বিদ্যালয় মাঠের একাংশ দখল করে স্থানীয় যুবলীগ নেতা নজরুল ইসলাম শেখ দোকান ঘর নির্মাণ করে দীর্ঘ ৮ বছর ধরে ভাড়া আদায় করে আসছেন।পিরোলী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম শেখ ২০১১ সালে অবৈধ ভাবে দোকানঘর নির্মাণের পর ১ হাজার ৭শ টাকায় ভাড়া দেন। কালিয়া উপজেলার শীতলবাটি এলাকার সুজল হোসেন ঘরটি ভাড়া নিয়ে বই’র ব্যবসা ও বিকাশের লেনদেন করে আসছেন। এ মাধ্যমিক বিদ্যালয়ের পাশেই রয়েছে পশ্চিম পিরোলী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ দু’টি বিদ্যালয়ের প্রবেশ পথেই অবৈধ ভাবে দোকান ঘর নির্মাণ করা হয়েছে বলে এলাকাবাসী ও বিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ। এতে দু’টি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের যাতায়াতে মারাত্মক সমস্যা হচ্ছে। এছাড়া মাঠে খেলাধূলায় সমস্যা হচ্ছে। স্থানীয়রা স্বাধীনভাবে চলাচল করতে পারছেন না। মাঠের যে অংশ দখল করে দোকান নির্মাণ করা হয়েছে, সেই পাশেই ফুটবল খেলার গোলপোস্ট রয়েছে। এ কারণে ফুটবল খেলার সময় খেলোয়াড় ও দর্শকদের সমস্যায় পড়তে হয়। এ ব্যাপারে বিদ্যালয় পরিচালনা পর্ষদ একাধিকবার বিভিন্ন দপ্তরে লিখিত ও মৌখিক ভাবে জানিয়েও কাজ হয়নি বলে জানা গেছে।এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ও পিরোলী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার ফুরকান শেখ জানান, সর্বশেষ ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ইকবাল হোসেনের উপস্থিতিতে পরিচালনা কমিটির সভায় দোকান ঘরটি অপসারণ করে বিদ্যালয়ের প্রবেশ পথটি পুনঃরুদ্ধারসহ সংস্কারের বিষয়ে আলোচনা হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক অবৈধ ভাবে নির্মিত দোকান ঘরটি অপসারণের জন্য জেলা প্রশাসক, কালিয়া ইউএনও, এসি ল্যান্ড, ইউনিয়ন তহশীলদার ও বোর্ড অফিসে আবেদন করা হয়। তবে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।এ ব্যাপারে পিরোলী বাজারের ইজারাদার মুজিবুর রহমান শেখ বলেন, বিদ্যালয়ের জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করায় শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াতে সমস্যা হচ্ছে। পিরোলী গ্রামের হামজা মোল্যা বলেন, বিদ্যালয়ের জায়গার ওপর জবরদস্তি করে এই দোকানঘর তৈরি করা হয়েছে। এ অবৈধ দোকান ঘর ভেঙ্গে পুনঃরায় বিদ্যালয়ের রাস্তা করা হোক। কলেজ শিক্ষার্থী মিনারুল ভূঁইয়া বলেন অবৈধ ভাবে দোকান ঘর তৈরির কারণে বিদ্যালয়ের রাস্তা দখল হয়ে গেছে। এতে মাঠের মধ্য দিয়ে শিক্ষার্থীদের যাতায়াত করতে হয়। এছাড়া ফুটবল খেলার সময়ও সমস্যা হয়।এদিকে, দখলদারের ভয়ে ফাজেল আহম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এ বিষয়ে কোনো কথা বলতে চাননি। পাশের পশ্চিম পিরোলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরাও মুখ খোলেননি। নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষক বলেন, অবৈধ দোকান উচ্ছেদ চাই। কিন্তু প্রকাশ্যে প্রতিবাদ করতে পারি না। এখন সরকারি ভাবে পদক্ষেপ প্রয়োজন। এ ব্যাপারে যুবলীগ নেতা নজরুল ইসলাম শেখ বলেন, বিদ্যালয়ের জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করিনি। জায়গাটি পিরোলী বাজারের। আমার মতো অনেকে বাজারের জায়গায় দোকানঘর তৈরি করেছে। আমারটা উচ্ছেদ করতে হলে, অন্যদেরটাও উচ্ছেদ করতে হবে।কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুদা বলেন, বিষয়টি তদন্ত করে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us