এমএ পাস করার পর বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়েও পাচ্ছেন না চাকরি নামের সেই সোনার হরিণ। চাকরির পরীক্ষা দিতে কম-বেশি ফিও দিতে হয়। এসবের পেছনে খরচ হয় অর্থ। আর এ অর্থ জোগাতেই তিনি বেছে নিলেন ভিন্ন এক পথ।