শর্তানুযায়ী বিদেশের মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি নেয়া ভারতীয় নাগরিকদের দেশে চিকিৎসা পেশা চর্চার নিবন্ধন পেতে ফরেন মেডিকেল গ্র্যাজুয়েট এক্সামিনেশন (এফএমজিই) পাস করতে হয়। সুতরাং সংগত কারণেই দেশটির জাতীয় পরীক্ষা বোর্ডের (এনবিই) অধীনে পরিচালিত এ পরীক্ষায় প্রতি বছর বিপুলসংখ্যক ভারতীয় অংশ নেন।