জমে উঠেছে শাহ্পুর সেনানিবাস মোড় ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০১৯, ০০:০০
জমে উঠেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার-শাহ্পুর সেনানিবাস মোড় ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন। মোট ৩টি পদের বিপরীতে ৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী- ৮ই নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসের মোড়ের এই বাজারটি নানা কারণে দেশের গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে বিবেচিত। একদিকে সেনানিবাস অন্যদিকে জাতীয় মহাসকের দু-ধারে বাজার গড়ে উঠায় ব্যবসা-বাণিজ্যের প্রসারসহ দেশের অর্থনৈতিক উন্নয়নেও ব্যাপক ভূমিকা রয়েছে এই বাজারের। জন গুরুত্বপূর্ণ এই বাজারটি অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও বেশ কিছু প্রতিবন্ধকতা ও সমস্যায় জর্জরিত এই বাজার। বাজারে ময়লা আবর্জনা ফেলার নির্দ্দিষ্ট কোনো জায়গা নেই, পাবলিক টয়লেট, ঝাড়ুদার, পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা, জেনারেটরসহ গুরুত্বপূর্ণ কোনো স্থাপনা নেই। কাজেই নানাবিধ প্রতিশ্রুতি আর সব সমস্যা সমাধান করার প্রত্যয়ে প্রার্থীরা আটঘাট বেঁধে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে টানার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সরজমিন ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, সাবেক বাজার সমিতির সভাপতি হাবিবুর রহমান (হবি) ও সাধারণ সম্পাদক প্রার্থী মো. আবু ইউসুফ ইতিমধ্যেই ব্যাপকভাবে ভোটারদের মনে জায়গা করে নিয়েছেন। অতীতের সব হিসাব-নিকাশ পাল্টে দিয়ে ব্যাপক ভোটের ব্যবধানে পাশ করবেন বলে জোর দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা নির্বাচিত হলে বাজারের যে সব সমস্যা রয়েছে সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সমাধান করে বাজারের ব্যবসায়ীরা যাতে অবাধে ব্যবসা করতে পারেন সে ব্যাপারে নিশ্চয়তা প্রদান করছেন। মাদক, চাঁদাবাজি, চুরি রোধ করাসহ ব্যাপক উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক ব্যবসা বান্ধব বাজার গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ জন। তাদের মধ্যে সাবেক সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মো. হাবিবুর রহমান (হবি) লড়ছেন আনারস প্রতীক নিয়ে। অপর সভাপতি প্রার্থী মো. মনিরুজ্জামান (মনি) লড়ছেন চেয়ার প্রতীক নিয়ে। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই জন। তাদের মধ্যে অত্যন্ত নম্র, ভদ্র ও জনপ্রিয় ক্লিন ইমেজের মানুষ বিশিষ্ট সমাজ সেবক ও ইমন স্টিল কিংয়ের স্বত্বাধীকারী মো. আবু ইউসুফ লড়ছেন মাছ প্রতীক নিয়ে। অপরদিকে মো. এরশাদ আলী লড়ছেন মোটরসাইকেল প্রতীক নিয়ে। কোষাধ্যক্ষ পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মো. দেলোয়ার হোসেন (লেবু) লড়ছেন চাকা প্রতীক নিয়ে। মো. মমিনুল ইসলাম লড়ছেন তালাচাবি প্রতীক নিয়ে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহসভাপতি পদে ৩ জন। সাংগঠনিক সম্পাদক পদে ১ জন। প্রচার সম্পাদক পদে ১ জন। ধর্ম সম্পাদক পদে ১ জন। ক্রীড়া সম্পাদক পদে ১ জন। এ ছাড়াও সদস্য পদে ৪ জন নির্বাচিত হয়েছেন। এবারের নির্বাচনে মোট ২৯১ জন ভোটার প্রত্যক্ষ ভোটে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করবেন। উল্লেখ্য, সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান (হবি) গতবার নির্বাচিত হয়ে বাজারের ব্যাপক উন্নয়ন ও শৃঙ্খলা ফিরিয়ে এনে একটি স্থায়ী বাজার প্রতিষ্ঠা করেছেন। পূর্বে কখনোই বাজারে মাছ, মাংস, কাঁচাবাজারসহ প্রয়োজনীয় কিছুই ছিল না। তার আমলেই প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত বাজারে বেচা-কেনা করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অনেক গরিব মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। তিনি বলেন, আমি পুনরায় নির্বাচিত হলে যতদিন বেঁচে থাকবো বণিক ভাইদের জন্য আমার এই জীবন উৎসর্গ করে সুখে-দুঃখে পাশে থাকবো।