রূপগঞ্জে দুই হাজার দুস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

মানবজমিন প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৯, ০০:০০

রূপগঞ্জে সামাজিক সংগঠন এফএনএফ ফাউন্ডেশন-কাঞ্চন এর উদ্যাগে প্রায় ২ হাজার দুস্থ ও অসহায় রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। গতকাল উপজেলা কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার ছমির সুপার মার্কেট সংলগ্ন মাঠে স্থানীয় ডিকেএমসি হসপিটাল, কামাল দেওয়ান ফার্মেসী ও মাসুদ অপটিকের সহযোগিতায় এ চিকিৎসাসেবা প্রদান করা হয়। এফএনএফ ফাউন্ডেশনের সভাপতি এম এ হালিমের সভাপতিত্ব কর্মসূচীর উদ্বোধন করেন সমাজসেবক মনিরুজ্জামান ভূইয়া। বিনামূল্যে স্বাস্থ্যসেবা উপলক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঞ্চন পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক। এসময় আরো উপস্থিত ছিলেন, কাউন্সিলর মফিকুল ইসলাম খান, আব্দুল্যাহ আল মামুন দোলন, ডিকেএমসি হসপিটালের নির্বাহী পরিচালক নজরুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক আওলাদ মাহবুব, সাবেক সভাপতি আমিনুল ইসলাম বাবু, মাছুদ চৌধুরী, জয়নাল আবেদীন জয়, রিয়াজ হোসেন খান প্রমুখ। ফ্রি চিকিৎসা ক্যাম্পে বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ ১৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক দিনব্যাপী স্বাস্থ্যসেবা দেন। এছাড়া বিনামূল্যে ডায়াবেটিকস ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us