যে বাঙালি কয়েক জন মিলে ১৯৭৬ সালে একটি ‘ফিন্যান্স কোম্পানি’ করার জন্য মাত্র ৩ কোটি টাকার পুঁজি সংগ্রহ করতে পারেনি, সেই বাঙালি এখন শত কোটি টাকা ক্যাশ ‘পিকআপে’ ভরে রাস্তায় রাস্তায় ঘোরে আশ্রয়ের জন্য। অবাক করা ঘটনা নয় কি? অথচ এটিই ঘটেছে।