যুবলীগের চেয়ারম্যান পদ থেকে সদ্য অব্যাহতি পাওয়া ওমর ফারুক চৌধুরীর কর ফাঁকির তদন্ত শুরু হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) তার আয়ব্যয় ও সম্পদের খোঁজে নেমেছে। রাজস্ব ফাঁকির অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ওমর ফারুক, তার স্ত্রী, ৩ ছেলে ও দুই কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। সম্প্রতি এ সংক্রান্ত চিঠি দিয়ে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া, গতকাল সোমবার শেখ ফজলুর রহমান মারুফ, মোল্লা আবু কাওসার, কাজী আনিসুর রহমান, কে এম মাসুদুর রহমান, কাউন্সিলর পাগলা মিজান ও…