ছক্কার রেকর্ড গড়া সেঞ্চুরি রোহিতের

মানবজমিন প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৯, ০০:০০

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি সিরিজে টেস্ট ওপেনার হিসেবে আত্মপ্রকাশের পর থেকে রেকর্ড বইয়ে ঘষামাজা করছেন রোহিত শর্মা। গতকাল দিনের শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। তবে সিরিজে নিজের তৃতীয় সেঞ্চুরি পূর্ণ করে একাধিক রেকর্ড নিজের করে নিয়েছেন ভারত ওপেনার।রাঁচিতে দলীয় ১২ রানে মায়াঙ্ক আগারওয়ালকে (১০) সাজঘরে ফেরান রাবাদা। ব্যক্তিগত পঞ্চম ওভারে চেতেশ্বর পূজারাকে শূন্য রানে আউট করেন প্রোটিয়া পেসার। আগের ম্যাচের ডাবল সেঞ্চুরিয়ান ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ব্যক্তিগত ১২ রানে এনরিখ নর্তিয়ের শিকার হয়ে সাজঘরের পথ ধরেন। ভারতের স্কোর তখন ৩ উইকেটে ৩৯। দিনের বাকি সময় রোহিত নিজের মতো করে রাঙিয়ে নেন।চলতি সিরিজে প্রথমবারের মতো ওপেনিংয়ে ব্যাট করতে দেখা যায় রোহিত শর্র্মাকে। ৩০ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ষষ্ঠ সেঞ্চুরি পূর্ণ হলো রোহিত। সবকটিই দেশের মাটিতে। আর চলতি সিরিজে চার ইনিংসের ৩ টিতেই শতক হাঁকালেন রোহিত।  এতে ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কারকে স্পর্শ করেন তিনি। গাভাস্কার প্রথম ভারতীয় ওপেনার হিসেবে এক সিরিজে তিনটি শতক হাঁকানোর গৌরব অর্জন করেন। শচীনের পর দ্বিতীয় ভারতীয় ওপেনার হিসেবে এক পঞ্জিকা বর্ষে ৯টি সেঞ্চুরি পেলেন রোহিত শর্মা। গতকাল রোহিত-রাহানে জুটি ১৮৫ রান তোলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ উইকেট জুটিতে যা ভারতের সর্বোচ্চ রানের রেকর্ড। আগের রেকর্ডটি ছিল কোহলি-রাহানের ১৭৮। চলতি সিরিজে রোহিতের সংগ্রহ ৪৩৪ রান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে যা সর্বোচ্চ। আগের রেকর্ডটি ছিল মোহাম্মদ আজহারউদ্দিনের ৩৮৮।গতকাল দিনশেষে  ১১৭ রানে অপরাজিত থাকেন রোহিত শর্মা। ইনিংসে ১৪ চার আর ৪টি ছক্কা হাঁকান তিনি। চলতি সিরিজে রোহিতের ছক্কার সংখ্যা ১৭। এটিও রেকর্ড। এর আগে শিমরন হেটমায়ারের ১৫ ছক্কা ছিল এক সিরিজের সর্বোচ্চ। চলতি বছরে টেস্টে সবচেয়ে বেশি ছক্কার মালিকও রোহিত। বেন স্টোকসের ১৬ ইনিংসে ১৫ ছক্কার রেকর্ড  ভাঙতে রোহিত নিয়েছেন মাত্র ৪ ইনিংস।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us