সকাল থেকেই পুরো আখড়াবাড়ি কানায় কানায় ভরে যায় সাঁইজির শত শত ভক্ত, অনুসারীতে। ফকির লালন শাহের তিরোধান দিবস ছিল কাল, তাই তাঁদের এই আগমন।
গতকাল বুধবার সন্ধ্যা থেকে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়িতে শুরু হয়েছে তিন দিনব্যাপী লালন মেলা ও সংগীতানুষ্ঠান। লালন অনুসারী ও ভক্তরা মূলত নিজেদের মতো সাধুসঙ্গ করছেন। গানে গানে স্মরণ করছেন ভাবের গুরুকে।
২২ বছর ধরে এই আখড়াবাড়িতে আসছেন গাজীপুর থেকে এনাম সাঁই।...