ব্যাবিলন ছিল প্রাচীন পৃথিবীর সবচেয়ে ঐশ্বর্যবান আর সম্পদশালী শহর। প্রায় চার হাজার বছর আগে ইউফ্রেটিসের তীরে থাকা এই ব্যাবিলনের শূন্যোদ্যান, দুর্ভেদ্য প্রাচীর, প্রশস্ত রাস্তা, অপরূপ উপাসনালয়ের সঙ্গে সেখানকার বাসিন্দারাও ছিল তখনকার পৃথিবীর সবচেয়ে বিত্তবান লোক।আর সবচেয়ে ধনবান ছিলেন আরকাড। উত্তরাধিকারসূত্রে তিনি কিছুই পাননি, হঠাৎ ভাগ্যের জোরেও না। তিনি নিছকই এক সাধারণ লিপিকার ছিলেন। সম্পদশালী হওয়ার...