ইউরোপের আদিবৃক্ষ প্রজাতির (যা শুধু এ অঞ্চলেই পাওয়া যায়) মধ্যে অর্ধেকেরও বেশি বিলুপ্তির হুমকিতে রয়েছে। এ মহাদেশের ৪৫৪টি অর্থাৎ প্রায় ৫৮ শতাংশ আদিবৃক্ষ প্রজাতির অস্তিত্ব বিপন্ন, ১৫ শতাংশের অবস্থা খুবই আশঙ্কাজনক। এগুলো বিলুপ্ত হওয়া থেকে মাত্র একধাপ দূরে রয়েছে।