ওয়াশব্লকের দেয়াল ভেঙে দিলো এলাকাবাসী

মানবজমিন প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

থার্ডক্লাস ইট, স্থানীয় ভিটিবালু, সিমেন্টের পরিমাণ কম দিয়ে ভবনের দেয়াল  তৈরি করায় সময় ওয়াশব্লকের দেয়াল ভেঙে দিয়েছে এলাকাবাসী ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যরা। গতকাল দুপুরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষা ফেরুষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি রেজাউল ইসলাম বন্ধন জানান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রায় ১৩ লাখ টাকা ব্যয়ে কুরুষা ফেরুষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশব্লকের নির্মাণকাজ চলছে। কুড়িগ্রাম জেলা সদরের আমিনুল ইসলাম নামের একজন ঠিকাদার কাজটি করছেন। নির্মাণাধীন ওয়াশব্লকের ছাদের কাজ শেষ হলেও ঠিকাদার থার্ডক্লাস ইট, মাটিযুক্ত স্থানীয় ভিটিবালুর সঙ্গে সামান্য পরিমাণ সিমেন্ট দিয়ে দেয়াল তৈরি শুরু করে। স্থানীয়রা কাজ করতে নিষেধ করলেও ঠিকাদার কর্ণপাত না করে প্রায় চার ফুট দেয়াল গেঁথে ফেলে। তাই বাধ্য হয়ে আমরা সবাই মিলে নির্মিত দেয়াল ভেঙে দেই। এস্টিমেট অনুযায়ী কাজ না করলে আবারো দেয়াল ভেঙে দেয়া হবে। এ ব্যাপারে কুরুষা ফেরুষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা (ভারপ্রাপ্ত) শাহিনা ফেরদৌস বলেন, প্রথম থেকেই ওই ঠিকাদার নির্মাণকাজে অনিয়ম করে আসছে। বিষয়টি ম্যানেজিং কমিটিকে জানানো হলে কমিটি ও এলাকাবাসী নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মিত দেয়াল ভেঙে দিয়েছে। এ ব্যাপারে কাজের ঠিকাদার আমিনুল ইসলামের মোবাইলে একাধিক কল দিয়েও তাকে পাওয়া যায়নি।ফুলবাড়ী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জীবন আহম্মেদ মোবাইল ফোনে জানান, সিডিউল অনুযায়ী ফার্স্ট ক্লাস ইট দিয়ে ওয়াশব্লকের দেয়াল নির্মাণ করার কথা। সেটা না হয়ে থাকলে সরজমিন দেখে ব্যবস্থা নেয়া হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us