টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ এক রোহিঙ্গা নিহত

মানবজমিন প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০১৯, ০১:২২

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন রোহিঙ্গা নিহত হয়েছেন। তার নাম হাবিবুল্লাহ (৪০)। রোববার ভোররাতে টেকনাফের হ্নীলার নয়াপাড়া মুচনী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের দাবি নিহত হাবিবুল্লাহ একজন ডাকাত। যুবলীগ নেতা ফারুক হত্যায় জড়িত।পুলিশ জানিয়েছে, ডাকাতদল হ্নীলার নয়াপাড়া মুচনী পাহাড়ে অবস্থান করছে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ।  এ সময় পুলিশের উপস্থিত টের পেয়ে দৃষ্কৃতিকারীরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। এতে কয়েক পুলিশ সদস্য আহত হন। এসময় পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে অস্ত্রধারী দৃষ্কৃতিকারীরা পাহাড়ের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থা পাওয়া যায়। উপস্থিত জনতার মাঝে রোহিঙ্গা ক্যাম্পের মাঝি ও সাধারণ রোহিঙ্গারা তাকে হাবিবুল্লাহ বলে সনাক্ত করেন। ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়েছে।টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ সাংবাদিকদের বলেন, যুবলীগ সভাপতি ফারুক হত্যায় অভিযুক্ত। হাবিবুল্লাহ টেকনাফের হ্নীলার মুচনী ২৬ নম্বর ক্যাম্পের মৃত আলী আহমদের ছেলে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ডাকাত নিহত

জাগো নিউজ ২৪ | টেকনাফ মডেল থানা, কক্সবাজার
২ বছর, ৯ মাস আগে

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ডাকাত নিহত

ঢাকা পোষ্ট | কুতুপালং, উখিয়া, কক্সবাজার
২ বছর, ৯ মাস আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us