পাকুন্দিয়ায় মশক নিধন অভিযান

মানবজমিন প্রকাশিত: ২৪ আগস্ট ২০১৯, ০০:০০

ডেঙ্গু প্রতিরোধে পাকুন্দিয়া পৌরসভার উদ্যোগে মশক নিধন অভিযান অব্যাহত রয়েছে। গত ১৫ই আগস্ট থেকে শুরু হয়ে একযোগে পৌরসভার ৯টি ওয়ার্ডে স্থানীয় কাউন্সিলরদের তত্ত্বাবধানে উপজেলা পরিষদের আবাসিক এলাকাসহ পৌরসভার সবক’টি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ পয়েন্টে মশা নিধন স্প্রে করা হচ্ছে। পৌরসভার এসব মশক নিধন অভিযান সার্বক্ষণিক তদারকি করছেন পৌরমেয়র মো. আক্তারুজ্জামান খোকন। তিনি স্থানীয় প্রশাসনসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে এসব অভিযানে নেতৃত্ব দিচ্ছেন। এর আগে গত সপ্তাহে পৌরসভার উদ্যোগে মশক নিধন অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হাসান। এ সময় পৌরমেয়র আক্তারুজ্জামান খোকন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রওশন করিম, পৌরসভার সচিব সৈয়দ শফিকুর রহমান, চরফরাদী ইউপি চেয়ারম্যান মো. কামাল উদ্দিন, পৌর কাউন্সিলর শরীফুল ইসলাম সুজন, আওয়ামী লীগ নেতা আবদুল মান্নান, উপজেলা যুবলীগ নেতা মো. বিল্লাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এ ব্যাপারে পৌরমেয়র আক্তারুজ্জামান খোকন বলেন, সারা দেশে ডেঙ্গু রোগ ছড়িয়ে পড়ছে। এতে অনেকে আক্রান্ত হয়েছেন। পৌরবাসীকে এ ব্যাপারে সচেতন করতে পৌরসভার উদ্যোগে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। পাশাপাশি সবকটি ওয়ার্ডে মশা নিধনে স্প্রে দেয়া হচ্ছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us