ছুটির দিনে রাজধানীতে দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

মানবজমিন প্রকাশিত: ২৩ আগস্ট ২০১৯, ০২:১৮

শুক্রবার ছুটির দিনেও রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ। পৃথক এই সড়ক দুর্ঘটনা ঘটে রাজধানীর রামপুরা ও যাত্রাবাড়ীর মাতুয়াইলে। এতে রামপুরা ব্রিজের উপরে বাস চাপায় মোটরসাইকেল চালক আব্দুল কাদের (৬০) ও মাতুয়াইলে মিনি ট্রাক চাপায় মোস্তাক আহমেদ (৬০) নামের দুজন নিহত হয়েছে।সকাল ১১টার দিকে রামপুরা ও সকাল সাড়ে ১০টার দিকে মাতুয়াইলে এই দুর্ঘটনা ঘটে।রামপুরা থানার উপ পরিদর্শক (এসআই) সোহেল রানা জানায়, নিহত আব্দুল কাদের হাইকোটের গাড়ি চালক ছিলেন।  থাকতেন মেরুল বাড্ডা আনন্দ নগর এলাকায়।  এস আই জানান, সকালে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে আসার সময় রামপুরা ব্রিজের উপড় এলে রাজধানী পরিবহন নামের একটি বাস তাকে চাপা দেয়। পরে আহত অবস্থায় ঢামেক হাসপাতাল জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এস আই সোহেল জানান, বাসটিকে জব্দ ও তার চালককে আটক করা হয়েছে। মৃতদেহ মময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।এদিকে, যাত্রাবাড়ী মাতুয়াইল মেডিক্যালের বিপরীত পাশে রাস্তা পারাপারের সময় মিনি ট্রাক চাপায় নিহত হয় মোস্তাক আহমেদ (৬০)। তিনি সচিবালয়ের প্লাম্বার সহকারী হিসাবে কর্মরত ছিলেন।পথচারী রাজু আহমেদ জানান, সকালে মাতুয়াইল মেডিক্যালের সামনে রাস্তা পার হচ্ছিলেন নিহত ব্যক্তি। পরে একটি মিনি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে ঢামেক জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করে। তার গ্রামের বাড়ি চাঁদপুরে। মাতুয়াইল কোনাপাড়া এলাকায় থাকতেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ঈদযাত্রার ১৫ দিনে সড়কে ঝরল ৪০৭ প্রাণ

ঢাকা পোষ্ট | ঢাকা রিপোর্টার্স ইউনিটি
২ সপ্তাহ আগে

থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে ঢুকে গেল বাস, প্রকৌশলী নিহত

ঢাকা পোষ্ট | হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা
২ সপ্তাহ, ১ দিন আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us