ডেঙ্গুতে ফরিদপুর ও শরীয়তপুরে দুজনের মৃত্যু

মানবজমিন প্রকাশিত: ২১ আগস্ট ২০১৯, ০০:০০

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। হাসপাতালের সহকারী পরিচালক চিকিৎসক মাহফুজুর রহমান বুলু জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে সাহেব আলী (৩৫) নামে ওই ব্যক্তি মারা যান। সাহেব আলী রাজবাড়ী সদর উপজেলার মাটিকান্দা এলাকার মনসের আলীর ছেলে। তিনি ঢাকায় রিকশা চালিয়ে জীবিকা চালাতেন। চিকিৎসক মাহফুজুর রহমান বলেন, “সাহেব আলী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাকে ডেঙ্গুর চিকিৎসা দেয়া হচ্ছিল। এ অবস্থায় সোমবার রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। সাহেব আলীসহ ফরিদপুর  মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাত  ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে বলে তিনি জানান। স্বাস্থ্য অধিদপ্তরের কাছে ডেঙ্গুতে এখন পর্যন্ত ৪০ জনের মৃত্যুর তথ্য থাকলেও বেসরকারি হিসাবে ২০শে আগস্ট পর্যন্ত ১৭৩ জনের মৃত্যুর তথ্য  রয়েছে। এর আগে ২০০০ সালে সারা দেশে ৯৩ জন ডেঙ্গুতে মারা গিয়েছিল।এদিকে শরীয়তপুর প্রতিনিধি জানান,  শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সৈয়দ আনোয়ার  হোসেন জানান, সোমবার রাত ৩টার দিকে সুরাইয়া ইয়াসমীন (৩১) নামে এই নারী মারা যান। সুরাইয়া উপজেলার দক্ষিণ ডামুড্যা গ্রামের কামাল ঢালির স্ত্রী। চিকিৎসক আনোয়ার বলেন, “গত শনিবার স্থানীয় একটি  বেসরকারি হাসপাতালে পরীক্ষায় সুরাইয়ার ডেঙ্গু ধরা পড়ে। তারপর তাকে আরেকটি  বেসরকারি হাসপাতালে ভর্তি করায় তার পরিবার। সোমবার রাত ৯টার দিকে তাকে বাড়ি নিয়ে যায় তারা। এরপর রাত ৩টার দিকে তার মৃত্যু হয়। সুরাইয়ার স্বামী কামাল হোসেন ঢালি বলেন, তারা ঢাকায় থাকেন। ঈদের সময় বাড়ি আসেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই

প্রথম আলো | ঢাকা মেট্রোপলিটন
সম্পাদকীয় ১ সপ্তাহ, ৩ দিন আগে

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us