অসাধারণ গল্পের নাটক ‘অজ্ঞ-বিজ্ঞ সমাচার’

মানবজমিন প্রকাশিত: ১৫ আগস্ট ২০১৯, ০০:০০

হানিফ সংকেতের নাটক মানেই ভিন্ন কিছু। সেসব নাটকের নাম যেমন ব্যতিক্রমী, গল্পেও তেমনি পাওয়া যায় আলাদা স্বাদ ও বৈচিত্র্য। পাশাপাশি নাটকে থাকে একটি সামাজিক বক্তব্য। এবারও  এমনটার ব্যতিক্রম ঘটেনি। এবারের নাটকের নাম ‘অজ্ঞ-বিজ্ঞ সমাচার’।  অসাধারণ গল্পের একটি নাটক এটি। প্রচার হয়েছে এটিএন বাংলায়। আজকাল সমাজে এবং অনেক পরিবারেই নিজের ভাষাকে বিকৃত করে বাংলিশ চর্চা করা হয়। তেমনি একটি পরিবারের মা এবং সন্তানের বাংলিশ প্রীতি, বাবার প্রতিবাদ এবং আদর্শ পুত্রবধুর আগমনে পরিবারের বিভিন্ন সদস্যের মধ্যে ঘটতে থাকে নানা ঘটনা। এসব ঘটনাকে কেন্দ্র করেই বিস্তৃত হয়েছে ‘অজ্ঞ-বিজ্ঞ সমাচার’-এর গল্প।  যা দারুণভাবে উপভোগ্য হয়ে উঠেছে। ইদানিংকালের অধিকাংশ নাটকে বাবা-মা’কে খুঁজে পাওয়া না পেলেও হানিফ সংকেতের প্রতিটি নাটকেই থাকে এসব চরিত্র। ‘অজ্ঞ-বিজ্ঞ সমাচার’ নাটকটিতেও ছিল তেমন সব চরিত্রের উপস্থিতি। যা নাটকটিকে দিয়েছে অন্যমাত্রা। নাটকটিতে একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে। আর তা হলো-‘খালি কলসি বাজে বেশি, ভরা কলসি বাজে না’।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us