মঈন মোশাররফ : ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান বলেন, কিটের স্বল্পতা আছে, তবে সংকট নেই। মঙ্গলবার থেকে আমরা দেশেই কিট উৎপাদন শুরু করছি। প্রথম পর্যায়ে দিনে ৪০ হাজার কিট উৎপাদন করা হবে। তিন ধরনের কিটই উৎপাদন হবে। ডয়চে ভেলে সোমবার তিনি ডয়চে ভেলেকে বলেন, এখন প্রতিদিন দুই লাখের মতো কিট আমদানি হচ্ছে। …