নান ও রুটির দাম আগের অবস্থায় ফিরিয়ে নিল পাকিস্তান সরকার

মানবজমিন প্রকাশিত: ৩১ জুলাই ২০১৯, ০০:০০

নান ও রুটির দাম আগের অবস্থায় ফিরিয়ে নিল পাকিস্তানে ইমরান খানের সরকার। বর্তমানে সেখানকার বিভিন্ন শহরে নান বিক্রি হয় ১২ রুপি থেকে ১৫ রুপিতে। গ্যাসের শুল্ক ও আটার দাম বৃদ্ধির আগে এই দাম ছিল ৮ রুপি থেকে ১০ রুপি। একইভাবে বর্তমানে রুটির মূল্য ১০ রুপি থেকে ১২ রুপি। আগে এর দাম ছিল ৭ থেকে ৮ রুপি। মঙ্গলবার এ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীপরিষদের বৈঠক হয়। সেখানে সিদ্ধান্ত হয় সারাদেশে আগের দামে বিক্রি করতে হবে নান ও রুটি। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক বিশেষ সহকারী ড. ফিরদৌস আশিক আওয়ান সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানিয়ে দেন। এ খবর দিয়েছে অনলাইন ডন। ড. ফিরদৌস আশিক আওয়ান আরও বলেছেন, মন্ত্রীপরিষদের বৈঠকে বিভিন্ন ইস্যু ছাড়াও গ্যাসের শুল্ক বৃদ্ধি, নান ও রুটির মূল্য বৃদ্ধি নিয়ে কথা হয়েছে। এতে সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান। এর প্রেক্ষিতে মন্ত্রীপরিষদের অর্থনৈতিক সমন্বয় কমিটির (ইসিসি) বৈঠক আহ্বান করেছেন বুধবার।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us